ঝিনাইদহ প্রতিনিধি-
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ঝিনাইদহ জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহের এ কার্যালয় থেকে চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা দুদকের কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন সদ্য উদ্বোধনকৃত ঝিনাইদহের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) একেএম সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মনিরা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএম সোহেল দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক জনাব মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) ও জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার।
সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধনের পর ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় একেএম সোহেল বলেন, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে রোববার ৩ জুলাই ঝিনাইদহসহ ১২ জেলায় নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।