ঝিনাইদহ প্রতিনিধি-
দৈনিক বীর জনতা পত্রিকার সহযোগিতায় জেলা প্রশাসন ঝিনাইদহের ব্যডমিন্টন টুর্নামেন্ট-২৩ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্তরে এ টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, আশিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)রাজিবুল হাসান, টুর্নামেন্ট পরিচালনা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ ক্লাবের সাধারণ সম্পাদক তোয়ব আলী জোয়াদ্দার।
এ টুর্নামেন্টে জেলার ১৬ টা টিম অংশগ্রহণ করছে।