নিজস্ব প্রতিবেদক-
ঝিনাইদহের শৈলকূপায় জন্ম নিবন্ধনের ফর্মে সাক্ষর নিতে যেয়ে আনোয়ার হোসেন নামে এক মেম্বার কর্তৃক এসএসসি পরিক্ষা দেওয়া এক কিশোরী ধর্ষণের স্বীকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। অভিযুক্ত আনোয়ার হোসেন সারুটিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর ও কৃষ্ণনগর গ্রামের মৃত মোজাহার শেখের ছেলে। এঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কৃষ্ণনগর গ্রামের সদ্য এসএসসি পরীক্ষা দেয়া ঐ মেয়েটি জন্ম নিবন্ধনের ফর্মে সাক্ষর আনার জন্য আনোয়ার মেম্বারের বাসায় রায়। এসময় ফাঁকা বাসা থাকায় মেয়েটিকে টেনে হিছড়ে তিন তলায় নিয়ে জোর পূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়। বাসায় ফিরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার পিতা-মাতাকে সব খুলে বলে।
বিষয়টি জানা জানি হলে আনোয়ার মেম্বার আপোষ মিমাংসার চেষ্টা করে। ভিক্টিমের পরিবার এতে রাজি না হওয়ায় তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়ায় পরিবারটির মধ্যে আতংক বিরাজ করতে থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার শৈলকূপা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং ১৬- তাং ১১-১০-২২ ইং। মামলা দায়েরের পর থেকে গা ঢাকা দিয়েছে আনোয়ার মেম্বার।
শৈলকূপা থানার তদন্ত ( ওসি) ঠাকুর কুমার দাস জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে সাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।