
ঝিনাইদহ প্রতিনিধি-
‘বাতাস ছুটুক তুফান উঠুক, দমব না থামব না’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক ঝিনাইদহ ও নারীপক্ষ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুনসহ অন্যান্যারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নারীরা আজ সারা দেশে আজ যে নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে তা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উচিত।