না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক সেলিম 

সবুজ মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও ঝিনাইদহ বাস মালিক সমিতির সদস্য সাংবাদিক সেলিম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে তার এই দূর্ঘটনাটি ঘটে। 

জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের আল-ফালাহ্ হাসপাতালের সামনে থেকে রাস্তা পার হচ্ছিল। এসময় একটি দ্রুতগামী  মোটরসাইকেল পেছন থেকে সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। সেসময় প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, তার একমাত্র ছেলে কুয়েত প্রবাসী। ছেলে দেশে ফিরলে তার দাফন সম্পন্ন হবে।

ঝিনাইদহের সকল সাংবাদিকদের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করা হয়েছে। সেইসাথে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

 

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top