ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের হাটের রাস্তা এলাকায় জেলা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। সেখান থেকে আবারো বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা। সেসময় জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, নাশকতা মামলায় আটক হওয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীসহ সকলের মুক্তির দাবী জানান।
গত সোমবার নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির ও অঙ্গসংঠনের ১৩ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায় সদর আমলী আদলতের বিচারক।