বুধবার ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে দিনব্যাপী পিঠা উৎসব

by | ফেব্রু ১৪, ২০২৪ | ঝিনাইদহ | ০ comments

ঝিনাইদহ প্রতিনিধি-
পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে জমজমাট পিঠা উৎসব। বাহারী নানা প্রকারের পিঠার প্রদর্শণ করা হয় স্টল গুলোতে। বুধবার সকালে শহরের চারুগৃহ শিশুস্বর্গ স্কুলে এ পিঠা মেলার উদ্বোধন করেন, সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। সেখানে ভাপা পুলি, পাটি সাপটা, পাতা নকঁশিসহ বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয়। এছাড়াও বাসন্তিসহ নানান সাজে সেজে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ। আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের।
চারুগৃহ শিশুস্বর্গ স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু বলেন, বসন্ত উৎসব উপলক্ষে ছোট শিশুসহ সকলের মধ্যে হরেক রকম পিঠার পরিচয় করিয়ে দিতেই এ পিঠা মেলার আয়োজন। দিনভর আয়োজনে ৭ টি স্টলে অন্তত অর্ধশত প্রকার পিঠার প্রদর্শণ করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *