ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ র্যাব-৬ এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত মোঃ মাছুদুর রহমান (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জুন) সন্ধা ৬টার দিকে শহরের হামদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ সদর থানায় যার মামলা নং- এসটিসি ১৭৪/৯৭ এবং যশোর জিআর নং-১৭২/৯৬। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি এ ধারা মোতাবেক তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মাছুদুর রহমান হামদহ এলাকার মৃত ওয়াহেদের ছেলে।
র্যাব-৬ এক বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, আসামি সদর থানার হামদহ বাইপাস এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদ প্রাপ্ত হয়ে র্যাবের একটি আভিযানিক দল ঘটনার সত্যতা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরো জানান, পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করেন তারা।