ঝিনাইদহ প্রতিনিধি-
পূর্বশত্রুতা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে আপন ভাইকে মেরে হাত ভেঙে গুরুতর জখম করায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের দক্ষিণ নারায়ন পুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দক্ষিন নারায়ন পুর গ্রামের মৃত নিরাপদ বিশ্বাসের দুই ছেলে নৃপেন বিশ্বাস ও নিহার বিশ্বাসের মধ্যে পূর্ব থেকেই পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে নৃপেন বিশ্বাসের একটি গাছের ডাল নিহার বিশ্বাসের জমির উপর চলে গেছে বলে ঐ ডাল কাটতে আসে নিহার বিশ্বাস। এসময় নৃপেন বিশ্বাস নিষেধ করলে তার উপর চড়াও হয় নিহার। কথা কাটাকাটির এক পর্যায় নিহার বিশ্বাস, নিহার বিশ্বাসের ছেলে নিতাই এবং স্ত্রী রুপালি বিশ্বাস মিলে নৃপেনকে মারধর করে। এতে বাঁশের আঘাতে তার ডান হাতের হাড় ভেঙে যায়। গুরুতর জখম অবস্থায় বর্তমানে সে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি সেখ মোঃ সোহেল রানা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।