সোমবার ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযানে আটক কাউসারের বাড়ি ঝিনাইদহে

by | অক্টো ২২, ২০২২ | ঝিনাইদহ | ০ comments

অনলাইন ডেস্ক –
গত শুক্রবার বান্দরবনের দুর্গম পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জামায়াতুল আনসারের ১০ সদস্য কে আটক করে র‌্যাব। এদের মধ্যে আটককৃত কাওসার আহমেদ ওরফে শিশিরের (৪৬) বাড়ী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হারুনদিয়া গ্রামে তার পিতার নাম মৃত গোলাম কিবরিয়া।
জানা গেছে, তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে সে সবার বড়। বোনেরা সবাই বিবাহীত। ছোটভাই কেরামত আলী গাড়ীর ড্রাইভার পাশাপাশী কৃষিকাজ করেন এবং সবার ছোটভাই সোহরাব হোসেন কোরআনে হাফেজ। ভাই কেরামত আলী, ছোট ভাই সোহরাব হোসেন জানান, আনুমানিক দুই বছর আগে কাওসার নিরুদ্দেশ হয়। এ ব্যাপারে পরিবারের সদস্যরা শৈলকুপা থানায় জিডি করতে গেলে থানা পুলিশ কাওসারের ছবি না থাকায় জিডি গ্রহন করেনি। আজই তার পরিবারের সদস্যরা স্থানীয় সংবাদ কর্মীদের মাধ্যমে তার আটকের খবর জানতে পারে।
পরিবার সূত্র জানায়, নিরুদ্দেশ থাকার সময় সে পরিবারের সাথে কোন যোগাযোগ রাখেনি। তার স্ত্রীর সংখা ৩জন। প্রথমে পার্শ্ববর্তী হড়রা গ্রামে বিয়ে করে এবং সে স্ত্রী সন্তান প্রসবের সময় মারা যায়। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সে ঝিনাইদহ জেলা শহরে আবার বিয়ে করে। সেখানে এক কন্যা সন্তান জন্ম নেয়। পরবর্তীতে চট্রগামে এক মহিলাকে বিয়ে করে যার নাম ঠিকানা পরিবারের কেও জানেনা। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে আর পরীক্ষায় অংশ গ্রহন না করে প্রথম দিকে ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করতো। পরবর্তীতে এলাকায় ফিরে এসে স্থানীয় গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডে একটি ঘর ভাড়া নিয়ে প্রথমে লেপ-তোষকের ব্যাবসা শুরু করে এবং পরে সে কিছুদিন মোবাইল ফোনের ব্যাবসা করতো। এলাকায় সে একজন ভাল মানুষ হিসাবে পরিচিত ছিল। নামাজ-কালাম, আচার-আচরনে সে ভাল ছিল বলে প্রতিবেশীরা জানায়। তার গ্রেফতারের খবর শুনে এলাবাসী বিস্ময় প্রকাশ করেছে। অনেকেই ধারনা করেছিল সে হয়তো বেঁচে নেই তবে তার জঙ্গীর সাথে সমপৃক্ততায় এলাকাবাসী বিস্মিত।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রাঙ্গামাটি ও বান্দরবনের পাহাড়ী এলাকায় র‌্যাবের অভিযানে গত শুক্রবার আটক জামাতুল আনছারের সদস্য কাওছার ওরফে শিশিরের বাড়ি শৈলকুপার হারুনদিয়া গ্রামে। তার পিতার নাম গোলাম কিবরিয়া। তাকে নিয়ে তদন্ত চলছে ।
শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *