সোমবার ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি’র আনন্দ মিছিলে ঝিনাইদহে গনজোয়ার

by | আগ ৬, ২০২৪ | ঝিনাইদহ | ০ comments

ঝিনাইদহ প্রতিনিধি-
প্রধানমন্ত্রী সেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে আনন্দ মিছিলে গণজোয়ার সৃষ্টি হতে দেখা গেছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপি’র আয়োজিত আনন্দ মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম.এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা সরকারী-বেসরকারী অফিস, দোকানপাট, বাড়িঘর ভাংচুর ও সহিংসতা বন্ধে সকলের প্রতি আহবান জানান। সেই সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ জানান তারা। সমাবেশ শেষে স্থানীয় কন্ঠ শিল্পীরা বিভিন্ন দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *