ঝিনাইদহ প্রতিনিধি-
গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচীতে বাঁধা ও হামলার প্রতিবাদে ঝিনাইদহে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকালে শহরের কবি সুকান্ত সড়কের ফ্যামেলি জোন এলাকায় জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ জেলা বিএনপি ছাড়াও ৬ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়। সেসময় বিএনপির খুলনা বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, সেপ্টেম্বরের মধ্যে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এজন্য বিএনপির এক দফা আন্দোলনে নেতাকর্মীদের আরও ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
০ Comments