ঝিনাইদহ প্রতিনিধি-
সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি’র নির্দেশে রোববার সকালে শহরের জেলা যুবলীগের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে যুবলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যুবলীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, এমপির পিএস রওশন আলী, রোকনুজ্জামান রিপন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, আশরাফ হোসেন, কাজল হোসেন, ছাত্রলীগ নেতা আবু সুমন বিশ্বাস, সোহান হোসেন. যুবলীগ নেতা মাহাদী হাসান নাজমুল, সোহেল আহমেদ, আরিফ মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, সকলকে বিএনপির ডাকা হরতাল প্রত্যাখান করার আহ্বান জানিয়ে বলেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি ও জ্বালাও পোড়াও করার চেষ্টা করলে তার দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগের নেতাকর্মীরা।