বিভিন্ন অভিযোগের মামলায় ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আশরাফুল আলমের ছোট ভাই।
ঝিনাইদহ র‌্যাবের মেজর নাঈম আহমেদ জানান, নাশকতা মামলার আসামী রেজাউল মহিষাকুন্ডু এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, সরকারি চাকুরী দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারনা করাসহ বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top