সবুজ মিয়া,ঝিনাইদহ প্রতিনিধি –
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছ। এ উপলক্ষে সোমবার সকালে প্রথমে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতৃবৃন্দ পুষ্পস্থবক অর্পন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়। পরে জেলা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয় রফি টাওয়ারের চতুর্থ তলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবীরের সভাপতিত্বে সভার সভাপতিসহ সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু, সহ-সভাপতি লিটন হোসেন, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সংবাদপত্র বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন মুক্তি ও সদস্য লালন মন্ডল বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও ইউনিটির সদস্য গণ সেখানে উপস্থিত ছিলেন। সভা শেষে ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সহিদদের আত্বার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।