শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বি-সরকার ঘুর্ণায়মান নাট্যমঞ্চ

by | জুন ৩০, ২০২২ | যশোর | ০ comments

যশোরের ইতিহাসে অন্যতম এক ঐতিহ্য “বি-সরকার ঘুর্ণায়মান নাট্যমঞ্চ” যা ১৯২৮ সালে ভারত উপমহাদেশে মাত্র ৩ টি হয়।একটি কোলকাতা একটি বগুড়া এবং আরেকটি যশোরে।যে মঞ্চে মুহূর্তে নাটকের দৃশ্য পরিবর্তন হয়ে যায়৷ মঞ্চ ঘুরে। কোলকাতা এবং বগুড়ার দুটো আজ আর নেই। যশোরেরটা দীর্ঘদিন “তসবীর মহল” নামে ভাড়ায় সিনেমা চলতো।বহু চেষ্টার ফলে সেটাকে উদ্ধার করে আবারও সেই ঐতিহ্যে আনা হলো।এখন আর সিনেমা হল না।এখানে চলবে নাটক।
শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *