যশোরের ইতিহাসে অন্যতম এক ঐতিহ্য “বি-সরকার ঘুর্ণায়মান নাট্যমঞ্চ” যা ১৯২৮ সালে ভারত উপমহাদেশে মাত্র ৩ টি হয়।একটি কোলকাতা একটি বগুড়া এবং আরেকটি যশোরে।যে মঞ্চে মুহূর্তে নাটকের দৃশ্য পরিবর্তন হয়ে যায়৷ মঞ্চ ঘুরে। কোলকাতা এবং বগুড়ার দুটো আজ আর নেই। যশোরেরটা দীর্ঘদিন “তসবীর মহল” নামে ভাড়ায় সিনেমা চলতো।বহু চেষ্টার ফলে সেটাকে উদ্ধার করে আবারও সেই ঐতিহ্যে আনা হলো।এখন আর সিনেমা হল না।এখানে চলবে নাটক।