ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদরের ৭ নং মহারাজপুর ইউনিয়নের ৫৬৫ জন কার্ডধারী সাধারণ মানুষের মাঝে নায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।
সোমবার ২৯ জানুয়ারী সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নিম্নআয়ের মানুষের মাঝে ভূর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। এসময় ৫ শত ২০ টাকা মূল্যে প্রতিজনকে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি পিয়াজ এবং ৫ কেজি চাউল প্রদান করা হয়। সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বিতরনের কাজ সম্পন্ন করা হয়।
এসময় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, ইউপি সচিব, মেম্বারগন এবং ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ওলিয়ার রহমান।