ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে আগুন লেগে দুই ভাইয়ের ২টি গোয়ার ঘর ও ২টি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ ইব্রাহীম ও ইসমাইল একই গ্রামের আওয়াল বেপারীর ছেলে।
স্থানীয়রা জনায়, দুপুরে বাড়িতে কেউ না থাকায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়, পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রেনে আনে। আগুনে ২টি গোয়াল ঘর ও ২টি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। ক্ষতিগ্রস্থ ইব্রাহীম জানান, সকালে দুই ভাইয়ের পরিবারের সবাই আত্বীয়ের বাড়িতে বেড়াতে যায় এবং তারাও যে যার কাজে চলে যায়। পরে লোকমুখে শুনে বাড়িতে এসে দেখে তাদের গোয়াল ও রান্না ঘরসহ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই ভাইয়ের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লাল্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে দুই ভাইয়ের গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে গেছে, এতে তেমন কোন ক্ষতি হয়নি।
০ Comments