ঝিনাইদহ প্রতিনিধি
সারা দেশের ন্যায় তৃতীয় ধাপে মহেশপুরে উদ্বোধন করা হয়েছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। শীতাতপ নিয়ন্ত্রিত ৩ তলা বিশিষ্ট এই মসজিদে পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। ইসলাম ধর্মের মূল শিক্ষা অর্জনের রয়েছে লাইব্রেরি। এছাড়াও ইসলামি সংস্কৃতি চর্চার জন্য রয়েছে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এখানে প্রায় ১২’শ মুসল্লি একই জামাতে নামাজ আদায় করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি তৃতীয় ধাপে দেশের ৫০টির মধ্যে মহেশপুর পৗরসভার বালিগর্ত বাজারের মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রর উদ্বোধন করেন।
এসময় মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিচতলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপি শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, ইউএনও নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা প্রমুখ।