ঝিনাইদহ প্রতিনিধি –
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ১০ পিচ স্বর্ণের বারসহ আব্দুল হাদি নামে এক চোরাইকারবারীকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার বিকেলে এই স্বর্নের বার গুলি ভারতে পাচারকালে তাকে আটক করা হয়। আব্দুল হাদি যশোরের শার্শা উপজেলার সালকোন গ্রামের বাসিন্দা বলে বিজিবি জানায়।
খালিশপুর ৫৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সেসময় যাদবপুর সীমান্তের পুড়োপাড়া কাঠগরা বাজার এলাকা থেকে ১ কেজি ১’শ ৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্নের বারসহ আব্দুল হাদি নামের এক পাচারকারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতেই আসামির বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।