ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর থেকে ১৯০ বোতল ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
গতকাল ১৭ নভেম্বর সকালে উপজেলার এস.বি.কে খালিশপুর ইউনিয়নের বজরাপুর এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মহেশপুরের নাটিমা গ্রামের মোঃ অমিদুল ইসলামের ছেলে মোঃ ইমামুল হোসেন নয়ন (২০), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের মোঃ আমজাদ বিশ্বাসের ছেলে
মোঃ ডালিবুর বিশ্বাস রানা (৩৪) এবং একই গ্রামের মোঃ সাইফুল বিশ্বাসের ছেলে মোঃ রাসেল (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা তথ্য পায় যে, কয়েকজন মাদক ব্যবসায়ী মটর সাইকেল যোগে মাদক বহন করে মহেশপুর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার এসবিকে খালিশপুর ইউনিয়নের বজরাপুর রাজা-বাদশা স্যানেটারি এন্ড কুটি হাউজের সামনে, খালিশপুর টু কোটচাঁদপুর হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করেন। এসময়
দ্রুত গতিতে ১টি মটর সাইকেল আসতে দেখে তারা থামানোর সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করলেও মটরসাইকেল চালকসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা ১টি কাপড়ের বড় ব্যাগ তল্লাশি করে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে জব্দকৃত আলামত ও আটককৃত আসামীদেরকে মহেশপুর থানায় হস্তান্তর পূর্বক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান র্যাব।