বুধবার ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশপুর সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন!

by | মার্চ ২৭, ২০২৩ | ঝিনাইদহ | ০ comments

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মুন্না (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়,উপজেলার নিমতলা গ্রামের আরিফুল ইসলামের ছেলে মুন্না মোটরসাইকেল যোগে নানি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মুন্নার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিক মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়। তবে অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *