মহেশপুর সীমান্তে প্রায় ৬ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক-২

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৪৬টি স্বর্ণের বারসহ ২ স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে মো. আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)। বিজিবি-৫৮ অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বাংলাদেশ অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধান খেতে অবস্থান নেয়। এসময় তারা দেখতে পায়, দুইজন ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছে। এরপর স্বর্ণ চোরাকারবারিরা বিজিবি টহল দল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় বিজিবি সদস্যরা তাদের দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা হবে। তিনি আরও জানান, সামন্তা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রায়পুর গ্রাম থেকে ওই দুই স্বর্ণ চোরাকারবারিদের আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দসহ জব্দকৃত স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top