মানবিক কর্মকান্ডের দৃষ্টান্ত বয়ে চলেছেন ঝিনাইদহের জাহেদী ফাউন্ডেশন

ঝিনাইদহ প্রতিনিধি-

দীর্ঘদিন ধরে ঝিনাইদহ সহ বিভিন্ন জায়গায় মানুষের কল্যাণে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, ধর্মীয় ও আর্থ-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে জাহেদী ফাউন্ডেশন। এছাড়াও খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থানের ব্যবস্থা, খেলাধুলার উন্নয়ন ও বস্ত্র সহায়তা করে আসছে প্রতিষ্ঠানটি। মানবিক এই কর্মকান্ডের কারণে ঝিনাইদহ জেলার মানুষের কাছে বিপদে-আপদে শেষ ভরসা হিসেবে আস্থা অর্জন করেছে।

এই প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত মুসা মিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, মুসা মিয়া আইসিটি ইনকিউবেটরের মাধ্যমে প্রতিবন্ধীদের মধ্যে শিক্ষা ও বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, প্রতিবছর দুই ঈদে জেলার দরিদ্র মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। সব মিলে মানবিক কর্মকান্ডের এক দৃষ্টান্ত বয়ে চলেছেন ঝিনাইদহের জাহেদী ফাউন্ডেশন।
মানুষের আস্থা অর্জন করে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ-২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই সুনাম ও আস্থা অর্জন করে নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ছোট ভাই কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল নির্বাচিত হন ঝিনাইদহ পৌরসভার মেয়র। দাতব্য কাজের খ্যাতি হিসেবে দানবীর আখ্যা পেয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তার মালিকানাধীন রেডিয়েন্ট ফার্মাসিটিউক্যালসে ঝিনাইদহের অনেক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

জাহেদী ফাউন্ডেশনের মাধ্যমে বেকার যুবকদের মধ্যে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বিতরণ করেও কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে। সম্প্রতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল বিপুল ভোটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনেও এই পরিবারটি ব্যাপক ভুমিকা রেখে যাচ্ছে। জানাগেছে, জাহেদী ফাউন্ডেশনের মাধ্যমে জেলার ১ হাজার দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ঝিনাইদহ সদর হাসপাতাল, শিশু হাসপাতাল, ঝিনাইদহ ডায়াবেটিস হাসপাতাল, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৩৩ জন স্বাস্থ্য কর্মী নিয়োগ দিয়ে তাদের বেতন প্রদান করে চলেছেন। এছাড়াও তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নতমানের ৩ টি হাইফ্রো ন্যাজেল, ক্যানোলা মেশিন ১ টি, লাইফ সাপোর্ট ভেন্টিলেশন মেশিন, ৩০০ টি অক্সিজেন সিলিন্ডার সেট, ১ টি পিকআপ টাটা গাড়িসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেন। ইন্টারকম টেলিফোন ব্যবস্থা করেন। জাহেদী ফাউন্ডেশনের মাধ্যমে জেলায় ১০টি মসজিদ নির্মাণ কাজ করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিসি মিনি ইকোপার্ক নির্মাণ, সদর উপজেলার নারিকেলবাড়িয়া আমেনা খাতুন কলেজে ৩ তলা বিশিষ্ট মুসামিয়া একাডেমিক ভবন নির্মাণ, যশোর কালেক্টরেট স্কুলে ৬ তলা বিশিষ্ট জাহানারা হুদা একাডেমিক ভবন নির্মাণ, যশোর বাঘারপাড়া মহিলা কলেজে ৪ তলা বিশিষ্ট সামছুল হুদা একাডেমিক ভবন নির্মাণ, ঝিনাইদহ কাঞ্চননগর স্কুল এন্ড কলেজে জাহেদী ফাউন্ডেশন একাডেমিক ভবন নির্মাণ, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এ নাহিদা জাহেদী ল্যাবরটরি ভবন নির্মাণ এবং ঝিনাইদহ চেম্বার অফ কমার্সে রাহুল স্মৃতি অডিটরিয়াম নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ঝিনাইদহ পুলিশ লাইনসে স্যালুটিং ডায়াস ও বৈঠকখানা ঘর নির্মাণ করেন। ডায়াবেটিস রোগীদের উন্নত সেবা দেবার লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় নির্মাণ করা হয়েছে মুসামিয়া ডায়াবেটিক সেন্টার। আন্তর্জাতিক মানসম্মত ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষ্যে যশোরে প্রতিষ্ঠিত করা হয়েছে শেখ শামছুল হুদা ফুটবল একাডেমি। প্রতিবছর জেলার মসজিদ, ঈদগাহ, কবরস্থান, শ্মশান, মন্দির নির্মাণে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য দিয়ে থাকেন আর্থিক সহায়তা। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, আমার বাবা মুসা মিয়া জেলার একজন প্রবীন রাজনীতিবিদ। তিনি ভাষা সৈনিক ছিলেন। আমরা ৭ ভাই বাবার নির্দেশনায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। পিছিয়ে পড়া জনপদ ঝিনাইদহকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে অবকাঠামো, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও ক্রীড়াঙ্গণেও আমরা এগিয়ে নিতে চাই। সেই লক্ষ্যে আমাদের জাহেদী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শুধু ঝিনাইদহেই নয়। আমরা দেশের বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের পরিধি আরও বাড়বে বলে আশা করছি।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top