ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে রাসায়নিক সারের অবৈধ মজুদ রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে কৃষ্ণ গোপাল দত্তকে ১ লাখ ও কামরুল জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে ১২’শ বস্তা সার জব্দ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার সুমী অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন।
এসময় একটি গোডাউন থেকে ৮’শ বস্তা ও একটি দোকান থেকে ৪’শ বস্তা ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়।