ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি মোঃ সাজ্জাদ আহমেদের মায়ের মৃত্যুতে ঝিনাইদহ সাংবাদিক মহলে শোক প্রকাশ করেছেন। তিনি দীর্ঘদিন কিডনি জনিত অসুস্থতায় ভুগছিলেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ কন্যা ও ২ পুত্র সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে রিপোর্টার সাজ্জাদ আহমেদের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে, ঝিনাইদহের সাংবাদিক মহল শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।
রোববার বাদ আছর ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজের জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এসময় ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলসহ স্থানীয় গুনিজনরা উপস্থিত ছিলেন।