সবুজ মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ পৌরসভার নবনির্বাচিত মেয়র কাইউম শাহরিয়ার হিজল শপথ নিয়েছেন। অনুষ্ঠানে নবনির্বাচিত ৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন। রোববার (২অক্টোবর) সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
শপথের পর বিভাগীয় কমিশনার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের স্থানীয় জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের আহ্বান জানান। এসময় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত মেয়র হিজল বলেন, পৌর এলাকার সর্বস্তরের জণগনের সহযোগিতা নিয়ে পৌরবাবাসির স্বপ্নের পৌরসভা গঠনে কাজ করে যাবো।
গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন কাইউম শাহরিয়ার হিজল। তিনি জেলার সদর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের প্রয়াত ভাষা সৈনিক মুসা মিয়ার সুযোগ্য সন্তান ।