শপথ নিলেন ঝিনাইদহ-১ আসনের এমপি নায়েব আলী জোয়ার্দ্দার!

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের উপ-নির্বাচনে, নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দ্দার শপথ নিয়েছেন আজ।

রোববার (২৬ মে) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান ৷ স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ -১ শৈলকুপা আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত সংসদ রীতি অনুযায়ী শপথ বইয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য এবং ভোটের তফসিল ঘোষণা করে ইসি।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top