শৈলকুপায় ইয়াবাসহ হৃদয় জোয়াদ্দার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
সবুজ মিয়া, ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবাসহ হৃদয় জোয়াদ্দার (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার বিকালে উপজেলা শহরের চৌরাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বিজলীয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
র্যাব জানাই, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শৈলকুপা শহরের চৌরাস্তা মোড়ে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে আবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার বিকাল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে শৈলকুপা বাজারস্থ চৌরাস্তা মোড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় স্থানীয় সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৯৫ পিচ ইয়াবা, ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড এবং নগদ ১শত টাকা উদ্ধার করেন তারা।
এসমস্ত জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান র্যাব।