ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর গ্রামে একটি মেহগনি বাগানের পাশ থেকে তিথি নামের এক শিক্ষার্থীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শিক্ষার্থী দুধসর গ্রামের মিঠু হোসেনের মেয়ে এবং আহসান নগর এবিসিডি আলিম মাদ্রাসার শিক্ষার্থী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তিথি নিখোঁজ হয়। পরিবারের সদস্যারা তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায় না।
সন্ধান না পেয়ে রোববার শৈলকুপা থানায় একটা সাধারণ ডায়েরি করে স্বজনরা।
রোববার বিকেলে মেহগনি বাগানের পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তিথির লাশ পড়ে আছে বলে পরিবারের কাছে খবর আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় তিথির বাবা মিঠু জানান, আমার মেয়ে বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও পায়নি। আজ তার লাশ গ্রামের মধ্যে একটি মেহগনি বাগানের পাশ থেকে উদ্ধার করা হলো। বাড়িতে তার সাথে কোন ঝগড়া হয়নি। তবে আমার সন্দেহ হয় কেউ হয়তো তাকে ধরে নিয়ে এসে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে যারাই আমার মেয়েকে হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি করছি আমি।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তিথি নিখোঁজের তিনদিন পর তার পরিবারের পক্ষ থেকে থানায় একটা জিডি করেছে। এরমধ্যে বিকাল পাঁচটার দিকে জানতে পারলাম গ্রামের একটি মেহগনি বাগানে তিথির অর্ধগলিত মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।