সবুজ মিয়া ঝিনাইদহ প্রতিনিধি –
ঝিনাইদহের শৈলকুপায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ১৪৪৫ হিজরী উদযাপন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা চৌরাস্তা মোড়ে পৌর আওয়ামীলীগ নেতা শ, ম শফিকুল আলম তুষারের নেতৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিকুল আলম তুষার আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলীর পুত্র।
এ উপলক্ষে ব্যনার নিয়ে শৈলকুপা চৌরাস্তা মোড় থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় শফিকুল আলম তুষার, কাজি মাসুদুর রহমান বাচ্চুসহ অন্যান্নরা বক্তব্য রাখেন। বক্তারা ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
শেষে মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণের মধ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পাঠ করেন, শৈলকুপা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল্লাহ।