ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি এলাকা হতে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগান পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ মোঃ মোক্তার মল্লিক (৪৫) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত মোক্তার মল্লিক উপজেলার মাইলমারি গ্রামের মৃত অছেল মল্লিকের ছেলে।
রোববার (০১ সেপ্টেম্বর) র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি তথ্যে বিবরনিতে জানানো হয় যে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঐ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোক্তার মল্লিক নামের একজনকে গ্রেফতার করে। সেসময় তার হেফাজত হতে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মোক্তার মল্লিককে শৈলকুপা থানায় হস্তান্তর পুর্বক তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও র্যাব জানায়।