শৈলকুপায় পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৬

ঝিনাইদহ প্রতিনিধি- 
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি এলাকা হতে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটারগান পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ মোঃ মোক্তার মল্লিক (৪৫) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত মোক্তার মল্লিক উপজেলার মাইলমারি গ্রামের মৃত অছেল মল্লিকের ছেলে।

 

রোববার (০১ সেপ্টেম্বর) র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি তথ্যে বিবরনিতে জানানো হয় যে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঐ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোক্তার মল্লিক নামের একজনকে গ্রেফতার করে। সেসময় তার হেফাজত হতে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পরে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মোক্তার মল্লিককে শৈলকুপা থানায় হস্তান্তর পুর্বক তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top