ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়ায় বুকম্যান স্টুডেন্টস কেয়ারের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুই শিফটে পরিক্ষা নেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন স্বরুপ এক শিফট পরিক্ষা নেন আয়োজকরা। এ নিয়ে মোট তিন শিফট পরিক্ষা নেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিক্ষা শেষ করা হয়। এতে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও রাজবাড়ী জেলার ২য় থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে ৭০ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক ৭০ হাজার করে টাকা প্রদান করা হবে বলে জানান আয়োজকরা। গত শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১ম শিফটের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেড়শতজন শিক্ষাথী অংশ নেন। শনিবার (১৬ নভেম্বর) একই সময়ে ২য় শিফটে ২য় ও ৩য় শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দুপুর আড়াইটায় ৩য় শিফটে ৪র্থ ও ৫ ম শ্রেণীর শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষা দেন। উভয় শিফটে ২০০ জন করে শিক্ষার্থী অংশ নেন। এ বিষয়ে বুকম্যান স্টুডেন্টস কেয়ারের পরিচালক নাঈমুর রহমান (লাবন) জানান, মেধাবৃত্তির এ পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ৩০ ডিসেম্বর দেয়া হবে।