শৈলকুপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পৌর শাখা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে । রোববার সকালে  উপজেলার কাকলি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে শৈলকুপা পৌর বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শৈলকুপা পৌর শাখার সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালন করেন জাতীয়তাবাদী দলের শৈলকুপা পৌর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ৯নং মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবুল হোসেন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদ দল শৈলকুপা শখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম জর্দ্দার।শৈলকুপা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির উদ্দিন ভোল্টা,  পৌর বিএনপির সহ সভাপতি মোঃ আবুল কালাম, পৌর বিএনপির সহসভাপতি  মোঃ মুন্সী রবিউল ইসলাম,  থানা স্বেচ্ছাসেবক  দলের সভাপতি মোঃ মফিজুর রহমান অটুল, এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও এলাকাভিত্তিক শান্তি শৃঙ্খলা রক্ষায় দলের নেতা কর্মীদের নির্দেশ দেন।এ সময় আন্দোলনে যে সকল ছাত্র-জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা শেখ হাসিনাকে স্বৈরশাসক বলে অভিযুক্ত করে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যায় তাকে অভিযুক্ত করে বিচারের দাবী জানান। সেই সাথে শৈলকুপার বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top