শৈলকুপায় স-ন্ত্রা-সী হা-ম-লা-র শিকার সাংবাদিক আলমগীর অরণ্য

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকূপায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক আলমগীর অরণ্য। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক আলমগীর অরণ্য কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অনেকের দাবি। সেসময় গুরুত্বর আহত অবস্থায় প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া এরপর অবস্থার আরো অবনতি হলে ঢাকায় রেফার করা হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পৌর এলাকার কবিরপুর তিন রাস্তার মোড় থেকে এ হামলার ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, একদল দুর্বৃত্ত ডাসা, চাপাতিসহ ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় আলমগীর অরণ্যের উপর। এসময় তিনি কবিরপুর মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান গেজেট ঘর নামে মোবাইল শোরুমে বসে ছিলেন।
হামলায় তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়। ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে দ্রুত শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী চিকিৎসা দিয়ে রেফার করা হয় কুষ্টিয়া মেডিকেলে। এরপর অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মোবাইলে ফ্লেক্সিলোড দেয়া কে কেন্দ্র করে এমন হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে পূর্ব শত্রুতার জেরে এমন হামলা ও হত্যা প্রচেষ্টা চালাতে পারে বলেও অনেকে মনে করছেন ।

আহত আলমগীর অরণ্য উদিচী’র জাতীয় পরিষদ সদস্য ও উদিচী শিল্পী গোষ্ঠী শৈলকুপা উপজেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক এবং শৈলকুপা উপজেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও একজন প্রকাশক । সাংবাদিক হিসাবেও দীর্ঘ বছর দৈনিক বজ্রপাত, আমাদের অর্থনীতি, রুপালী বাংলাদেশ সহ বিভিন্ন পত্র-পত্রিকার সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও শৈলকুপার সুনামধারী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি’র (সিপিবি) শৈলকুপা ও ঝিনাইদহ জেলা শাখার নানা পদে দায়িত্ব পালন করছেন।

এবিষয়ে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, হামলার বিষয়ে তিনি শুনেছেন। তিনি বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঘটনার বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, শৈলকুপা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলার সাংবাদিকবৃন্দরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top