শৈলকুপায় হত্যা মামলার ৯ বছর পর একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

সবুজ মিয়া, ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলার ৯ বছর পর ইসাহাক আলী নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। সোমবার (২৭ ফেব্রয়ারি) ভোর রাতে রাজাবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। উল্যেখ্য- শৈলকুপা উপজেলার চতুড়া গ্রামে দির্ঘদিন ধরে নেকবার মন্ডল ও আইয়ূব আলী মন্ডলের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২০১৪ সালের ১১ এপ্রিল ইসাহাক আলীসহ তার সহযোগীরা আইয়ূব আলীকে কুপিয়ে মারাত্ম জখম করে। সেসময় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইয়ূব আলী মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের ভাই শওকত আলী মন্ডল শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামী দীর্ঘ ৯ বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলো। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর রাতে রাজাবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকা থেকে গ্রেফতারী এই পরোয়ানা ভুক্ত আসামী ইসাহাক আলীকে গ্রেফতার করে র‍্যাব-৬। জানা গেছে, তথ্য প্রযুক্তি ব্যাবহার করে আইয়ুব আলী মন্ডল হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইসাহাকের অবস্থান নিশ্চিত করে র‍্যাব। পরে আসামীর বিরুদ্ধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঝিনাইদহ র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে আসামী ইসাহাক আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। সোমবার সকালে ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানী কোমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসেন এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT