শৈলকুপায় ২ বাড়িতে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় ২ হিন্দু বাড়িতে দুস্যুতা ও চুরির ঘটনা ঘটেছে। এসময় দুই বাড়ির স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটপাট করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
ভুক্তভোগী উপজেলার মাধবপুর গ্রামের স্কুল শিক্ষক জয়দেব বিশ্বাস জানান, রাত দেড়টার দিকে তার বাড়ীর গ্রীল কেটে একদল ডাকাত ঘরের মধ্যে প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পরে ওই চক্রটি পাশ্ববর্তী কৃষক প্রকাশ বিশ্বাসের বাড়িতেও প্রবেশ করে। কৃষক প্রকাশ জানান, আমার বাড়ি থেকে ১ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে তারা।
শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, মাধবপুর গ্রামে দস্যুতার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় মামলা দিলে আমরা মামলা নিব। এবং আশা করছি তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুতই দোষীদের আইনের আওতায় আনতে পারবো।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top