শৈলকুপার আলোচিত ৫ চরমপন্থী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি=
ঝিনাইদহের শৈলকুপার আলোচিত চরমপন্থী দলের ৫ সদস্য হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড ও অন্য আসামিদের খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ জাকারিয়্যা এই রায় দেন। রায় ঘোষণার সময় এজলাসে ৮জন আসামি উপস্থিত ছিলেন। যাবজ্জীবন প্রাপ্ত ২ জন হলো, আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু ও মহসীন মোল্লা। আলী রেজা সিদ্দিকী বুলবুল কুষ্টিয়ার ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের ইসাহাক মাস্টারের ছেলে এবং মহসীন মোল্লা একই থানার পিয়ারপুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যা বেলা শৈলকুপা উপজেলার পদমদী গ্রামের দক্ষিণ মাঠে বিক্ষিপ্তভাবে ৫টি মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের পরিচয় শনাক্ত করে। উদ্ধারকৃত নিহত শহিদ খা, নেওয়াজ শাহ, শরিফুল, ফারুক ও নুর খান সবাই চরমপন্থী দল জাসদ গণবাহিনীর (কালু গ্রুপ) সদস্য ছিলেন। তাদেরকে জবাই করে ও গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় পরের দিন শৈলকুপা থানার এসআই রফিকুল
আলম বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ১৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম। আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামি আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু ও মহসীন মোল্লা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত মঙ্গলবার বিকালে বিচারক মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আলী রেজা সিদ্দিকী বুলবুল ওরফে কালু অনুপস্থিত ছিলেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top