সবুজ মিয়া, ঝিনাইদহ
জেলা প্রশাসক ঝিনাইদহ জনাব মনিরা বেগম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। মঙ্গলবার সন্ধায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনিরা বেগম। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রথিন্দ্র নাথ রায় এবং এনডিসি আল মামুন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সংবাদপত্র বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, সাংবাদিক ইমদাদুল হক ও লালন মন্ডল প্রমূখ।
বক্তারা জেলার সাংবাদিকতা ও সংবাদপত্র বিষয় নিয়ে আলোচনা ও বক্তব্য রাখেন।