সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালন

ঝিনাইদহ প্রতিনিধি-

বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মুল্যে কমানোসহ ১০ দফা দাবীতে ঝিনাইদহে পদযাত্রা কর্মসূচী পালন করেছে বিএন’পি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। এতে জেলা ও ৬ উপজেলার নেতাকর্মীরা অংশ নেয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাস টার্মিনাল হয়ে আরাপপুর গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও বিএনপির ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের দাবী জানন।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT