ডেস্ক রিপোর্ট-
সারাদেশের পাঁচ কোটি কৃষকের মধ্যে ১ কোটি ৬২ লাখ কৃষকের ডিজিটাল প্রোফাইল তৈরি করা হবে। এদের মধ্যে ১ কোটি ৯ লাখ কৃষককে দেওয়া হবে স্মার্ট কৃষি কার্ড।
এলাকা ও চাহিদাভিত্তিক কৃষি সেবা প্রদান এবং কৃষি তথ্যের ডিজিটাল বিশ্লেষণ ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় কৃষি তথ্যের আদান-প্রদান নিশ্চিত করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, পরীক্ষামূলক প্রকল্পটি দেশের ৯টি জেলায় বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ফসল উৎপাদন পরিকল্পনা ও বাজারজাতকরণের সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা ৩০ শতাংশ বাড়বে। পাইলট প্রকল্পটি সফল হলে সারা দেশে এটির কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
#SmartAgriculture
#DigitalBangladesh