অনলাইন ডেস্ক-
স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করে নিরুদ্দেশ হয়েছেন সাথী খাতুন (২৪) নামে এক গৃহবধূ। সঙ্গে নিয়ে গেছেন ৬ বছরের শিশু সন্তান সামিউলকে। ১৭ দিন ধরে তাকে খুজে না পেয়ে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ সাথী খাতুনের মা সাহিদা খাতুন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ নভেম্বর সদর উপজেলার খড়িখালী গ্রাম থেকে সাথী নিখোঁজ হয়। গতকাল রোববার ০১৯২৪-৮৪৯৯১৮ নাম্বারের মোবাইল থেকে নিজেকে রাজু পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি জানান, “আপনার মেয়ে আমার কাছে আছে। সে ভালো আছে। আমরা এখন নারায়নগঞ্জ আছি” বলেই মোবাইল ফোনের লাইন কেটে দেন। এরপর থেকে ওই নাম্বারের ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সাথীকে অপহরণ করা হয়েছে নাকি পরকীয়ার জের ধরে অন্যের হাত ধরে পালিয়েছে তা পরিবারের লোকজন সন্দেহের মধ্যে আছে।
এ বিষয়ে সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান এ ঘটনায় সদর থানায় একটি জিডি হয়েছে, যার নং ৬৯। তিনি জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে।