হজ্জ পালন করতে যেয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হলেন ডা. মোজাম্মেল হকের স্ত্রী

ডেস্ক রিপোর্ট-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ডাক্তার মোজাম্মেল হকের স্ত্রী ফারজিন সুলতানা হজ্জ পালন করতে যেয়ে মদিনায় এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডাক্তার মোজাম্মেল হক সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ইউরোলোজী) এবং ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের বিশিষ্ট ইউরোলজী সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, বৃহস্পতিবার হজ্ব পালন শেষে মদিনা থেকে মক্কা ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন ডাক্তার হকের স্ত্রী ফারজিন সুলতানা। এসময় ডাক্তার হকও গুরুতর আহত হন। বর্তমানে ডাক্তার মোজাম্মেল হক আসংকা মুক্ত অবস্থায় মদিনার “ওয়াদি আল ফারাহ” নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে সুত্রটি আরও জানান।

দেশের বিভিন্ন মহল ও নিজ জেলা থেকে ডাক্তার হকের সুভাকাংক্ষীরা তার সহধর্মিণীর‌ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা সহ ডাক্তার হকের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT