হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু শাখার আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে প্রতিবেশী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভাধীন আইজদ্দীনের মোড়ে ব্যাংকটির শাখা অফিসে শাখা ব্যাবস্থাপক তামীম হাসানের সভাপতিত্বে দিন ব্যাপী ব্যাংকের গ্রাহকদের কে নিয়ে এই শীতকালীন প্রতিবেশী পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।
পিঠা উৎসবে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন, ব্যাংকটির টিএসও সাদনান হাসান, থানা সেকেন্ড অফিসার এসআই দীপ্তেশ রায়, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, ডি এস টি এস এম বকুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে শীতকালীন বিভিন্ন রকমের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। এসময় বিভিন্ন ধরনের পিঠা খেয়ে এবং গ্রামীণ ঐতিহ্য দিয়ে সাজানো পরিবেশ উপভোগ করেন তারা।
ভিন্নধর্মী এই পিঠা উৎসব পেয়ে গ্রাহকরা অনেক খুশি হয়।