হরিণাকুণ্ডুতে বাল্য বিয়ের দায়ে কনের মায়ের কারাদণ্ড

রাব্বুল হুসাইন হরিণাকুণ্ডু (ঝিনাইদহ)

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১৬ বছর বয়সী এক তরুনীকে বিয়ে দেয়ার দায়ে ঐ তরুণীর মাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

সোমবার (৩০ জানুয়ারি) বিকলে তিনি গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে উপস্থিত হন। এসময় নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার দায়ে কনের পিতা তুতা মিয়াকে না পেয়ে, তার মা মুক্তা খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

পরে কনের পিতাকে হাজির করে তার মেয়ে সাবালিকা অর্থাৎ ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদলতটি পরিচালনার কাজে হরিণাকুণ্ডু থানা পুলিশের এএসআই তৌয়বুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top