হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফ্রেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে উপজেলার সাতব্রীজ বাজার প্রাঙ্গনে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্যের বিশেষ সহকারী রওশন আলী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক,সাবেক মেয়র শাহিনুর রহমান রিন্টু ,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধক্ষ্য শরিফুল ইসলাম,ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার,জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ,ফলসী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বসির উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনজের। শান্তি সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন,হরিণাকুণ্ডু পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসেম আলী,উপজেলা আ’লীগের নেতা ও সাবেক ছাত্রনেতা আমিরুজ্জামান পলাশ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকি শিলু,চাঁদপূর ইউনিয়ন আ’লীগের নেতা ফজলু মালিতা,তাহেরহুদা ইউনিয়ন আ’লীগ নেতা আজিজুর রহমান মালিতা,উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল,সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের নেতা ও পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম
,পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগ,
যুবলীগ,কৃষকলীগ,শ্রমীকলীগ,ছাত্রলীগ,জনপ্রতিনিধি,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা জনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকেই।
শান্তি সমাবেশ বক্তারা বলেন, নৌকা যার ভোট তার।হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগ সবসময় রাজ পথে ছিলো আছে এবং থাকবে। তথাকথিত বিএনপি-জামায়াতের নৈরাজ্য বন্ধ করতে কঠোর হুশিয়ারি দেন আওয়ামী নেতারা।একই সাথে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামীলীগ নেতা-কর্মীদের সদা প্রস্তুত থাকার জন্য আহবানও জানান তাঁরা।