হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্যোগে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব সেবা জোরদারকরণ বিষয়য়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিত সাহার সভাপতিত্বে কর্মশালায় প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কার্যালয় খুলনা বিভাগের পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ হাবিবুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপ পরিচালক, পরিবার পরিকল্পনা ঝিনাইদহের এস এম আল কামাল, রিজিওনাল কনসালটেন্ট, যশোর রিজিয়ন, মো: আসাদুজ্জামান,ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জাহিদুল ইসলাম বাবু মিয়া, মনজুর রাশেদ, আবুল কালাম আজাদ, শরাফত দৌলা ঝন্টু, এ্যাড বজলুল রহমান, বসির উদ্দীন ও কামাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা শিৎলী রানী, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল রহমান, হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি সুদীপ্ত সালাম, সাধারণ সম্পাদক জাফিরুল ইসলামস ও সকল বিভাগীয় প্রধান, গণমাধ্যম কর্মীবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বাস্থ্য কর্মীবৃন্দ।
কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসব সেবা ২৪/৭ সার্বক্ষণিক জোরদারকরণের জন্য করণীয় বিষয়গুলি গুরুত্ব সহকারে আলোচনা করা হয় এবং যেসকল ইউনিয়নে এখনও প্রসব সেবা কাঙ্খিতমানে পাচ্ছে না সেগুলোকে মানে উন্নত করার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে।