হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলার সালেহা বেগম মহিলা কলেজের সম্মেলন কক্ষে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পার্ভেজ ইমামের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সালেহা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মুক্তার হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য নির্বাচিত হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম টিপু মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ সাজেদুল ইসলাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন, সালেহা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী, সহকারী অধ্যাপক মাহবুব মুরশেদ শাহীন, হিসাব রক্ষক নজরুল ইসলাম ও সহকারী অধ্যাপক মোঃ আজিজুর রহমান প্রমূখ। সংবর্ধিত সভা শেষে সদ্য নির্বাচিতদের ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।