হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাজার মন্দিরের মহা নামযজ্ঞ অনুষ্ঠানে নগদ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমী এমপি।
বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে এমপির ব্যাক্তিগত ফান্ড থেকে দেওয়া এই নগদ অর্থ পুঁজা উদ্বযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিশ্ব নাথ সাধুখাঁর হাতে তুলে দিয়েছেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা ও সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি মোঃ রওশন আলী।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, ২ নং জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, ৩ নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদসহ আরও অনেকেই।