হরিণাকুন্ডুতে মামলার সাক্ষীকে কু#পি#য়ে জ#খ#ম

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ডাবলু মন্ডল (৩২) নামে এক আলম সাধু ড্রাইভারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে
উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নের কাচারীতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ডাবলু মন্ডল বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সে ঐ গ্রামের মৃত ইজাল উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী পরিবার জানায়, ব্যবসায়ী লেনদেনের সুত্র ধরে উপজেলার শ্রীফলতলা গ্রামের চাউল ব্যাবসায়ী বসিরের সাথে আব্দুস সাত্তারের বিরোধ চলছিল। আব্দুস সাত্তার কাচারিতলা গ্রামের জুমাত আলীর ছেলে।
এরই সুত্র ধরে আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেন বশির। মামলার ২ নাম্বার স্বাক্ষী হিসাবে ছিলেন ডাবলু মন্ডল। বৃহস্পতিবার মামলার হাজিরা শেষে ফেরার পথে, বাড়ির সামনে থেকে ডাবলু মন্ডল কে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ দেন বশির। এতে ডাবলু মন্ডল গুরুতর আহত হলে, স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
অভিযুক্ত বশির শ্রীফলতলা গ্রামের বিশারত আলীর ছেলে এবং ডাবলু মন্ডলের চাচা বলে জানা গেছে।

এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানান।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top